কুমিল্লা জেলা পর্যায়ে অনূর্ধ্ব ১৫ বালক ফুটবলার বাছাই

 প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩, ১১:৪৬ অপরাহ্ন   |   সারাদেশ

কুমিল্লা জেলা পর্যায়ে অনূর্ধ্ব ১৫ বালক ফুটবলার বাছাই


জেলা ক্রীড়া অফিস কুমিল্লার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা কুমিল্লার সার্বিক সহযোগিতায় আজ ২৭ ফেব্রুয়ারী কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ (বালক অনূর্ধ্ব -১৫) ফুটবল বাছাই প্রতিযোগিতা জেলা পর্যায় অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুল আহসান ফারুক রোমেন সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো.শফিরুল ইসলাম খন্দকার বাদল যুগ্ম সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া অফিসার কুমিল্লা জনাব নাজিম উদ্দীন ভুঁইয়া সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন ফুটবল কোচ সুজিত হালদার, কোচ মো. ইকবাল খন্দকার, কোচ আজাদ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়, কর্মকর্তাবৃন্দ।

জেলা পর্যায়ে বাছাই কৃত ৩ জন খেলোয়াড় বিভাগীয় পর্যায়ে বাছাইয়ে অংশ গ্রহণ করবে জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব নাজমুল আহসান ফারুক রোমেন।

সারাদেশ এর আরও খবর: